পানির জন্য হাহাকার, প্রাণের ঝুঁকি নিয়ে নামতে হচ্ছে কূপে!

| শনিবার , ৪ জুন, ২০২২ at ৫:০৬ পূর্বাহ্ণ

ভারতের মধ্যাঞ্চলে চলছে গ্রীষ্মের দাবদাহ। এমন পরিস্থিতিতে পানির সন্ধানে হাহাকার করছেন স্থানীয় গ্রামবাসীরা। ভারতের মধ্যপ্রদেশের এমনই এক ভয়াবহ দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, পানির খোঁজে গ্রামবাসীদের পাড়ি দিতে হয় মাইলের পর মাইল। দীর্ঘ রাস্তা হেঁটে যাওয়ার পর কূপের সন্ধান পেলেও সেটিও প্রায় পানিশূন্য। তবুও যতটুকু পানি আছে তা সঞ্চয় করতে জীবনের ঝুঁকি নিতে পিছপা হন না তারা। খবর বাংলানিউজের। ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলার ঘুসিয়া গ্রাম থেকে ধারণ করা করা হয়েছে এই ভিডিও। সংবাদ সংস্থা এএনআইএর শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে স্থানীয় নারীরা পানির জন্য একটি গভীর কূপে প্রাণ হাতে নিয়ে দেয়াল বেয়ে বেয়ে নামছেন। ৫৩ সেকেন্ডের ভিডিওটিতে দুই নারীকে তাদের মাথায় পাতলা ধাতব পাত্র নিয়ে একটি ধুলোময় রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখা যাচ্ছে। ভিডিওতে আরও দেখা যায়, বেগুনি শাড়ি পরা এক নারী কূপে ইঁটের দেওয়াল বেয়ে উঠছেন। ধরে ওঠার জন্য একটা সামান্য দড়িরও ব্যবস্থা নই। এত বেশি উচ্চতা থেকে পড়ে গেলেই হতে পারে মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বে করোনায় আক্রান্ত আরও ৫ লাখ
পরবর্তী নিবন্ধচল্লিশটিরও বেশি জাহাজ নিয়ে রাশিয়ার নৌমহড়া