পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেহবাজ শরিফ

| মঙ্গলবার , ৫ মার্চ, ২০২৪ at ৯:০১ পূর্বাহ্ণ

পাকিস্তান মুসলিম লীগনওয়াজ (পিএমএলএন) এর শেহবাজ শরিফ সোমবার দেশটির প্রেসিডেন্ট হাউজে দেশের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রেসিডেন্ট ডা. আরিফ আলভি সেনাপ্রধান (সিওএএস) অসীম মুনিরসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবর বাংলানিউজের।

পাকিস্তান মুসলিম লীগনওয়াজ (পিএমএলএন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুতাহিদ্দা কওমি মুভমেন্টপাকিস্তান (এমকিউএমপি), এবং ইস্তেহকামপাকিস্তান পার্টি (আইপিপি) এর মতো দেশের মূলধারার রাজনৈতিক দলগুলোর নেতারা শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

নেতাদের মধ্যে পিএমএলএন সুপ্রিমো নওয়াজ শরিফ, পিপিপির কোচেয়ারম্যান আসিফ আলী জারদারি এবং পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোজারদারি উপস্থিত ছিলেন। এছাড়া পাঞ্জাব, সিন্ধু এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীমরিয়ম নওয়াজ, মুরাদ আলি শাহ এবং সরফরাজ বুগতিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন। শপথগ্রহণের পর প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। শেহবাজ রোববার (৩ মার্চ) প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। পাকিস্তান তেহরিকইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রতিপক্ষ ওমর আইদয়ুব খানের বিরুদ্ধে ২০১ ভোট পাওয়ার পর শেহবাজ শরিফ প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো জাতির সেবা করতে যাচ্ছেন। শেহবাজের বিজয় প্রত্যাশিত ছিল কারণ তিনি পিএমএলএন ছাড়াও আরও সাতটি দলের সমর্থন লাভ করেছিলেন। সরকারি সূত্র অনুসারে, নতুন প্রধানমন্ত্রীকে পিএম হাউজে স্বাগত জানাবেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারউলহক কাকার। গত বছরের ১৪ আগস্ট পিএম হাউসে আসার সময় শেহবাজও কাকারকে স্বাগত জানান।

পূর্ববর্তী নিবন্ধঅভ্যন্তরীণ কোন্দলে পতনের মুখে নেপালের জোট সরকার
পরবর্তী নিবন্ধলালখানবাজারে ইটবোঝাই ট্রাক উল্টে গিয়ে পড়লো বাসাবাড়িতে