পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই

বোয়ালখালীতে কর্মসূচিতে পৌর মেয়র

| রবিবার , ৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৪৪ পূর্বাহ্ণ

পরিবেশ বিপর্যয়ের ফলে জলবায়ূ পরিবর্তনের কারণে বিশ্ব আজ চরম পরিবেশ সংকটের মুখে। পরিবেশ বিপর্যয়ের ক্ষতিকারক উপাদানগুলোকে পরিহার করতে হবে এবং পরিবেশ রক্ষায় জোরালো পদক্ষেপ নিতে হবে। পরিবেশের ভারসাম্য ও আগামী প্রজন্ম রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সামাজিক সংগঠন স্বপ্নযাত্রার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে বোয়ালখালী পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। গতকাল শনিবার পৌরসভাধীন ১নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা রিভারভিউতে মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা সংগঠনের সভাপতি সাজমিন কনিকার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মাহমুদা জামাল নিশির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন রেবেকা সুলতানা মনি, মোহাম্মদ জাহাঙ্গীর, আবদুল হালিম মন্টু, মো. আবু বক্কর, মো. জানে আলম, মো. ইব্রাহীম, মো. কামাল উদ্দিন, মো. নেজাম উদ্দিন মাস্টার, মো. মিল্টন, মো. ইউনুছ, আবদুল মোনাফ, বায়েজিদ রাজু, কায়সার হামিদ। বক্তারা আরো বলেন, পরিবেশ বিপর্যয়ের হাত থেকে আগামী প্রজন্মের সুরক্ষার জন্য পরিবেশ সুরক্ষামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। উপস্থিত ছিলেন কায়েস আদনান, মাহবুব আলম রাসেল, হিরু আকতার, আসমা বেগম, মো. সাইদ, মো. নওশাদ, মো. শিপন, মো. সাফায়েত, মো. আকিব, মো. রকিব, মো. আলিফ, আরফিন রকি, সামিয়া জামাল আয়াত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাশকতাকারীদের রাজপথে সমুচিত জবাব দেয়া হবে
পরবর্তী নিবন্ধ‘বিতর্কচর্চা তরুণদের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’