পটিয়ায় প্রবাসীর স্ত্রীর ওপর হামলা গ্রেপ্তার ১

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৮ নভেম্বর, ২০২০ at ৬:০৫ পূর্বাহ্ণ

পটিয়ায় কুয়েত প্রবাসী নজিব মাহমুদের স্ত্রী দিলুয়ারা আকতারের (৩৪) ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। গত শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার শান্তির হাট এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দিলুয়ারা বেগম বাদী হয়ে দুইজনকে এজাহার নামীয়সহ অজ্ঞাত ৪/৫জনকে আসামি করে গতকাল শনিবার সকালে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ কুসুমপুরা গ্রামের জহির আহমদের ছেলে ফয়সাল আহম রিপন (২৫) কে গ্রেপ্তার করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রবাসীর স্ত্রী দিলুয়ারা আকতারের স্বামী কুয়েতে বসবাস করেন। স্বামীর অবর্তমানে সে বিভিন্ন দোকান পাট ও ব্যবসা বাণিজ্য দেখা শুনা করেন। শান্তির হাটে একটি মার্কেটে এইচ এম ইঞ্জিনিয়ার প্লাজা নামের তিন তলা মার্কেট রয়েছে। সে মার্কেটে গত শুক্রবার সন্ধ্যায় দোকানের ভাড়া তুলতে গেলে ফয়সাল আহমদ রিপনসহ ৪/৫জন নিয়ে তাকে মারধর করে। এ বিষয়ে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, ঘটনার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দোকানের মালিকানা নিয়ে দুই ভাইয়ের বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।

পূর্ববর্তী নিবন্ধগান আড্ডা আর পিঠা উৎসব
পরবর্তী নিবন্ধবাদলের শূন্যতা পূরণ হওয়ার নয়