নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

ইসলামিক ফ্রন্টের কর্মী সম্মেলনে বাহাদুর শাহ মোজাদ্দেদী

| রবিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫৮ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল শনিবার নগরীর এম এম আলী রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এডভোকেট আবু নাছের তালুকদার, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, আল্লামা কাজী জসিম উদ্দিন, অধ্যক্ষ আবু তৈয়ব আশরাফি, আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা মোশাররফ হোসেন হেলালী, স ম হামেদ হোসাইন, আল্লামা হাবিব উল্লাহ বাগদাদী, অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আলকাদেরী, অধ্যক্ষ মাওলানা ছৈয়দ জসিম উদ্দিন তৈয়বী, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, আব্দুস সবুর খান, স ম শহিদুল হক ফারুকী, অধ্যাপক মাওলানা ছৈয়দ হাফেজ আহমদ, মাওলানা ওয়াহেদ মুরাদ, মাওলানা রফিকুল ইসলাম নেজামী, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, অধ্যক্ষ আল্লামা শামসুদ্দোহা, মাওলানা হাসমত আলী তাহেরী, মোজাম্মেল হোসাইন, শহিদুল্লাহ সাদা, কাজী আহসানুল আলম, এস এম আবু সাদেক ছিটু, কফিল উদ্দীন রানা প্রমুখ।
সম্মেলনে আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন- নিবন্ধিত দলের সকল অংশীজনেরই নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সর্বাগ্রে ইসিকে স্বীয় ক্ষমতা ও অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে। সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি নিশ্চিত করতে পারে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরক্তদানে উৎসাহিত করতে সন্দ্বীপে র‌্যালি
পরবর্তী নিবন্ধরূপালী ব্যাংকের ব্যবসায়িক বিভাগীয় সম্মেলন