নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়া জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৫ জানুয়ারি, ২০২২ at ৯:৫০ পূর্বাহ্ণ

টেস্ট ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন তারা। টানা ১৭ ম্যাচে হারেনি। ২০১৭ সাল থেকে নিজেদের মাঠে হারেনি নিউজিল্যান্ড। সে দলটাকে হারিয়ে ইতিহাস রচনা করল বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাট মিলে ৩৩ ম্যাচ এবং ১৭ টি টেস্ট ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। শেষ পযর্ন্ত সেই নিউজিল্যান্ডকে হারের স্বাদ দিল বাংলাদেশ।

মাউন্ট মঙ্গুইনে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস রচনা করল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে নিউজল্যান্ডকে ১৬৯ রানে অল আউট করে দেয় বাংলাদেশ। আগের দিনের ১৭ রানের লিড সহ বাংলাদেশের সামনে লক্ষ্য দাড়ায় ৪০ রানের। আর সে লক্ষ্যে ২ উইকেট হারিয়ে পৌঁছে যায় বাংলাদেশ। দিনের শুরুতে নিউজিল্যান্ডের সেরা ব্যাটসম্যান রস টেইলরকে ফিরিয়ে বাংলাদেশের জয়ের পথ প্রশস্ত করে দেন এবাদত। এরপর স্বাগতিকদের আর কোন ব্যাটসম্যান দাড়াতে পারেনি এবাদত-তাসকিনের আগুন ঝরানো বোলিংয়ের সামনে।

তিন ব্যাটসম্যান ফিরেছেন রানের খাতা খোলার আগেই। আর তাতেই ১৬৯ রানে অল আউট নিউজিল্যান্ড। ক্যারিয়ার সেরা ৬ উইকেট নিয়েছেন এবাদত। তিনটি শিকার তাসকিনের। ৪০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সাদমান এবং শান্তর উইকেট হারালেও মুশফিক এবং মোমিনুল মিলে ১৬.৫ ওভারে ৮ উইকেটে জয় তুলে নিয়ে ইতিহাস রচনা করে।

পূর্ববর্তী নিবন্ধসুফিবাদের উপর আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধনিখোঁজের তিনদিন পর বাড়ির পাশের পুকুরে মিলল বৃদ্ধের লাশ