নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন এলামনাই এসোসিয়েশনের কার্যকরী পরিষদ ২০২৩–২০২৬ গঠন করা হয়েছে। চট্টগ্রাম শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সুশিক্ষার জন্য স্বনামধন্য ৫৫ বছরের এই সরকারি স্কুলের প্রাক্তন ছাত্রদের এই এলামনাই এসোসিয়েশন গত এক বছর ধরে আহবায়ক কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছিল। গত ৮ জুলাই সংগঠনের সিডিএ এভিনিউ কার্যালয়ে সাধারণ সভা আহবানের মাধ্যমে ৩ বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়। এডভোকেট শাহিন আফতাব চৌধুরীকে (১৯৭২ ব্যাচ) সভাপতি এবং আবদুল হাই জাহাঙ্গীরকে (১৯৭৭ ব্যাচ) সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত এক বছর আহবায়ক কমিটির সাফল্যময় অগ্রযাত্রা এই কমিটি ঘোষণায় প্রধান ভূমিকা রাখে। বাৎসরিক বনভোজন, স্পোর্টস কার্নিভাল, ফ্যামিলি ফেস্টসহ সহশ্রাধিক প্রাক্তন ছাত্রের প্রাণবন্ত উপস্থিতিতে প্রত্যেকটি সফল অনুষ্ঠান আয়োজনে প্রাক্তনদের উদ্দীপ্ত উপস্থিতি সকলের মধ্যে নব উদ্যেমের সূচনা করে। নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের স্বাগত বক্তব্যে স্কুলের সকল প্রাক্তন ছাত্রদের এক মঞ্চে এনে সংগঠিতভাবে সকলের উন্নয়নের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। স্কুল মাঠসহ বর্তমান ছাত্রদের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে সরকারের সুনির্দিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ ও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।