নানুপুর লায়লা-কবির কলেজে আলোচনা সভা

| বুধবার , ২৪ আগস্ট, ২০২২ at ৪:২২ পূর্বাহ্ণ

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে নানুপুর লায়লা-কবির কলেজে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- ভোর ৬টায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কলেজ জামে মসজিদে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মুজিব কর্নারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শেখ রাসেল দেয়ালিকায় ১৫ আগস্টের সাথে সঙ্গতিপূর্ণ শিক্ষার্থীদের বিভিন্ন লেখা সম্বলিত দেয়ালিকা উন্মোচন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ফখরুল আনোয়ার। সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বিজন কুমার শীল। বিশেষ অতিথি ছিলেন সদস্য মো. জাকারিয়া ও মাস্টার নুরুল আবছার, সমাজসেবক আইয়ুব আলী। বঙ্গবন্ধুর ভাষণ থেকে পাঠ করেন বিশ্বজিত চক্রবর্তী, স্বরচিত কবিতা আবৃত্তি করেন অধ্যাপক পংকজ দেব অপু ও অধ্যাপক ভবরঞ্জন বণিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌসী এবং ইংরেজি বিভাগের অধ্যাপক রুপন দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি-৮২’র সাধারণ সভা
পরবর্তী নিবন্ধবাঁশখালী হামেদিয়া মাদ্রাসায় সালমা আদিল ফাউন্ডেশনের সহায়তা