নব পণ্ডিত বিহারে কঠিন চীবর দান

| মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ পরিচালিত কাতালগঞ্জ নব পণ্ডিত বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান গত ২২ অক্টোবর নানা অনুষ্ঠানমালার মাধ্যমে সম্পন্ন হয়েছে। বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সুনন্দ মহাথেরোর সভাপতিত্বে সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরো ও সংবর্ধিত বিশেষ অতিথি ছিলেন উপসংঘনায়ক রতনশ্রী মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন ঊর্দ্ধতন সহ-সভাপতি অভয়ানন্দ মহাথেরো, ভিক্ষু মহাসভার মহাসচিব বোধিমিত্র মহাথেরো। অনুষ্ঠান উদ্বোধন করেন-প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন, দেবপ্রিয় বড়ুয়া। লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, সিজার বড়ুয়া, অবিনাশ বড়ুয়ার সঞ্চালনায় সদ্ধর্মদেশনা করেন অধ্যাপক উপানন্দ মহাথের, ড. প্রিয়দর্শী মহাথের, সুমঙ্গল থের, করুণানন্দ থের, ভিক্ষু তনহংকর থের। শুভেচ্ছা বক্তব্য দেন, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, কমলেন্দু বিকাশ বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, পুষ্পেন বড়ুয়া কাজল ও অধ্যাপক ড. সুব্রত বরণ বড়ুয়া, বিনয় ভূষণ বড়ুয়া, কেমি বড়ুয়া মুক্তা, মুনা বড়ুয়া চৌধুরী প্রমুখ। ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করেন জগৎজ্যোতি ভিক্ষু, কাচ্চায়ন ভিক্ষু। পঞ্চশীল প্রার্থনা করেন শিক্ষক সন্তোষ বড়ুয়া। উদযাপন পরিষদের সভাপতির বক্তব্য দেন, অঞ্চল কুমার তালুকদার, ডা. দিবাকর বড়ুয়ার সাধারণ সম্পাদকের প্রতিবেদন, কাজল কান্তি বড়ুয়া, প্রকৌশলী রাহুল বড়ুয়া, আল্পনা বড়ুয়াসহ অতিথিবৃন্দ স্মারক উম্মোচন করেন। অনুষ্ঠানে থাইল্যান্ডের ধম্মকায়ার বাংলাদেশ প্রতিনিধি লায়ন ডা. মৃদুল বড়ুয়া চৌধুরী ও সবুজ বড়ুয়া শুভ বক্তব্য দেন। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সুমন বড়ুয়া ও সপ্তর্ষী বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন রাজিব বড়ুয়া। সংঘনায়ক ও উপ-সংঘনায়ক ভান্তেকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। প্রথম পর্বে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও সদ্ধর্মসভা উপ-সংঘনায়ক রতনশ্রী মহাথেরোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অভয়ানন্দ মহাথের। উদ্বোধন করেন অধ্যাপক উপানন্দ মহাথের, প্রধান ধর্মদেশক ছিলেন জ্ঞানবংশ মহাথের, সদ্ধর্মদেশনা করেন সুপালবংশ থের, রাহুলানন্দ থের, সুনন্দপ্রিয় ভিক্ষু, রতনানন্দ ভিক্ষু। মঙ্গলাচরণ পাঠ করেন প্রজ্ঞানন্দ ভিক্ষু, প্রার্থনা করেন সাধন চন্দ্র বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন, অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দী, শুভেচ্ছা বক্তব্য দেন, মৃদুল বড়ুয়া চৌধুরী, অনিমেষ তালুকদার, স্বদেশ কুসুম চৌধুরী, ডা. অনিল কান্তি বড়ুয়া, সমীরণ বিকাশ বড়ুয়া, রবীন্দ্র লাল বড়ুয়া, মৃদুল কান্তি বড়ুয়া, সমীরণ বড়ুয়া, বিজয় বড়ুয়া বাপ্পা, রোটা. অমরেশ বড়ুয়া চৌধুরী, লায়ন উত্তম কুমার বড়ুয়া, প্রকৌশলী ঝুলেন বড়ুয়া প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরোটারি টিআরএফ সেমিনারের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধআজ চট্টলতত্ত্ববিদ আবদুল হক চৌধুরীর ২৭তম মৃত্যুবার্ষিকী