দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোর পর্বে কর্ণফুলী, বার্ডসের জয়

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২১ মার্চ, ২০২২ at ৯:০৫ পূর্বাহ্ণ

মুজিববর্ষ সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোর পর্বের প্রথম দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে জয়লাভ করে কর্ণফুলী ক্লাব এবং বার্ডস স্পোর্টিং ক্লাব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কর্ণফুলী ক্লাব ৭ উইকেটে এলিট পেইন্টকে পরাজিত করে। টসে জিতে এলিট পেইন্ট প্রথমে ব্যাট করতে নামে। তারা ২৬.২ ওভার খেলে মাত্র ৬৩ রানে গুটিয়ে যায়। রবিউল হাসান খান সর্বোচ্চ অপরাজিত ৩০ এবং আরমান চৌধুরী সৈকত ১১ রান করেন। বাকিদের কেউই দ্বি-অংকের ঘরে পৌঁছতে পারেনি। কর্ণফুলী ক্লাবের মিজানুর রহমান ১২ রান দিয়ে ৪টি,মশিউর রহমান ১৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। শাহী আদনান পান ২টি উইকেট। জবাবে কর্ণফুলী ক্লাব ১৩.৩ ওভার খেলে ৩ উইকেটে ৬৬ রান তুলে নেয়। ওপেনার ফাহিম ফয়সাল সিফাত অপরাজিত ৪৮ রান করেন। এলিট পেইন্টের রাশেদুল হক বাবু ২টি এবং হারুন রশিদ ১টি উইকেট লাভ করেন। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর খেলায় বার্ডস স্পোর্টিং ক্লাব ৪৬ রানে রাফা ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। টসে জিতে বার্ডস প্রথমে ব্যাট করে ৪৭.১ ওভার খেলে ১৬৬ রান সংগ্রহ করে। দলের হয়ে সাইফুদ্দিন কায়সার ২৮,আশফাক আহমেদ ৩৮,জামিল ফরহাদ ১৩, জাহেদুল হাসান ২৮ এবং হিমেল আল মাহমুদ ৩৫ রান করেন। অতিরিক্ত রান হয় ১৩। রাফা ক্রিকেট ক্লাবের হেমায়েত হোসেন ৪টি এবং আরিফ চৌধুরী ২টি উইকেট লাভ করেন। ১টি করে উইকেট পান রাফসান খান এবং মিলন হোসেন। জবাবে রাফা ক্রিকেট ক্লাব ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১২০ রান তুলতে সমর্থ হয়। দলের পক্ষে আমিনুল ইসলাম ২৯,বেল্লাল হোসেন ২১, আরিফ চৌধুরী অপরাজিত ১৭ এবং ইয়াসিন আরাফাত ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২০ রান। বার্ডস ক্রিকেট ক্লাবের আবির চৌধুরী একাই ৬টি উইকেট দখল করেন ২৯ রান দিয়ে। এছাড়া ২টি করে উইকেট নেন হিমেল আল মাহমুদ এবং ইমরান আলম।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় কোলাগাঁও চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধদ্বিতীয় পর্বে কল্লোল গ্রিন ও সাউথ এন্ড ক্লাবের শুভসূচনা