দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে পিডিবি ও ইয়ং স্টারের জয়লাভ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৬ জুন, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে ৬ষ্ঠ রাউন্ডে গ্রুপ ‘বি’ তে পিডিবি ও ইয়ং স্টার ক্লাব নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ইয়ং স্টার ক্লাব ৭ উইকেটে মাদারবাড়ী মুক্তকণ্ঠকে পরাজিত করে। পিচ ভেজা থাকায় খেলাটি ৪০ ওভারে নির্ধারিত হয়। টসে জিতে মুক্তকণ্ঠ প্রথমে ব্যাট করে। ২৫.১ ওভার ব্যাট করে তারা মাত্র ৬৬ রানে অল আউট হয়। দলের পক্ষে ইয়াসিন ১৮ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৭ রান। বাকিদের কেউই দুই অংকের ঘরে যেতে পারেননি। ইয়ং স্টার ক্লাবের রাহিদুল ইসরাম শাকিল ৭ রান দিয়ে ৫টি উইকেট দখল করে। মোস্তফা রাফি পান ৩টি উইকেট। জবাবে ইয়ং স্টার ক্লাব ১৭.২ ওভার খেলে ৩ উইকেটে ৭০ রান তুলে নেয়। দলের পক্ষে তাফসিদুল আলম ১৬, অভিজিৎ ঘোষ ১২ এবং আরমান চৌধুরী অপরাজিত ১১ রান করে। অতিরিক্ত রান হয় ২২। মুক্তকণ্ঠের সাজ্জাদ হোসেন ২টি উইকেট পান। ৬ খেলা শেষে ইয়ং স্টার ১০ পয়েন্ট পেয়েছে। মুক্তকণ্ঠ ৬ খেলার কোনটিতেই জয় পায়নি। মহিলা ক্রীড়া কমপ্লে মাঠে অনুষ্ঠিত খেলায় পিডিবি আরসি ৮ উইকেটে কল্লোল সংঘ গ্রিণকে পরাজিত করে। টসে জিতে পিডিবি প্রথমে ফিল্ডিং করতে নামে। আর প্রথমে ব্যাট করতে নেমে কল্লোল গ্রিণ ৩৬ ওভার খেলে ৯৫ রানে অল আউট হয়। দলের মো. মহিউদ্দিন ২৭ এবং এজাজ হোসেন নিহাল ১৩ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২১। পিডিবি আরসির পক্ষে মো. রাজন ১৭ রান দিয়ে ৫টি উইকেট দখল করেন। ২টি উইকেট পান ওমর শরীফ। জবাবে পিডিবি ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৬ রান তুলে নেয়। দলের পক্ষে আহমেদুল হাসান অপরাজিত ৫২ এবং দিদারুল ইসলাম অপরাজিত ১৩ রান করেন। ওপেনার দেলোয়ার হোসেন করেন ১১ রান। অতিরিক্ত রান হয় ২০। ৬ খেলা শেষে পিডিবি ৯ পয়েন্ট এবং কল্লোল গ্রিণ ৭ পয়েন্ট পেয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআরচ্যারী লিগ ১৩ জুন শুরু
পরবর্তী নিবন্ধতৃতীয় বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণকারী দলসমূহের জ্ঞাতার্থে