দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে কোয়ালিটি ব্লুজের জয়

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২০ মে, ২০২৩ at ৭:০০ পূর্বাহ্ণ

টানা দুই দিন বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর অবশেষে নিষ্পত্তি হতে পেরেছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ম্যাচ। গতকাল সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে জয় পেয়েছে কোয়ালিটি ব্লুজ। তারা দুই উইকেটে হারিয়েছে সিটি ক্লাবকে। আগের দিনের বৃষ্টির কারণে ম্যাঠ খেলার অনুপযোগী থাকায় ৫০ ওভারের পরিবর্তে ৩৯ ওভারে পুননির্ধারিত হয় ম্যাচটি। আর সে ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা সিটি ক্লাব শুরুটা ভালই করেছিল। দুই ওপেনার আইয়ুব এবং তানজির ৫০ রান যোগ করেছিল মাত্র ৯.১ ওভারে। কিন্তু এরপর আর বড় কোন জুটি গড়ে তুলতে পারেনি দলের ব্যাটাররা। পাশাপাশি বড় কোন ইনিংসও খেলতে পারেনি ব্যাটাররা। ফলে ভাল শুরু সত্বেও ৩৫ ওভারে ১৪৬ রান করে অল আউট হয় সিটি ক্লাব। দলের পক্ষে অন্যান্যের মধ্যে মেহরাব ২৫, সৌরভ ১২, সোহাইল ১২ এবং মেহেদী করেন ১৪ রান। কোয়ালিটি ব্লুজের পক্ষে ১৭ রানে ৩ উইকেট নেন নাঈম। ২টি করে উইকেট নিয়েছেন সবুজ, শাহাদাত এবং ইমতিয়াজ। ১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা কোয়ালিটি ব্লুজ ২৭ রানে প্রথম উইকেট হারায়। এরপর আর কোন ব্যাটার বড় ইনিংস খেলতে পারেনি। তবে দশ নাম্বারে ব্যাট করতে নামা নাঈমের দৃঢ়তায় ৩৭.২ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় । ৫০ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন নাঈম। এছাড়া ওপেনার জিসানুল কাদের করেন ৩৮ রান। অন্যান্যের মধ্যে নাজমুল ১২, আজিজ ১১, সবুজ ১৫ এবং ইমতিয়াজ ১৫ রান করে অপরাজিত থাকেন। সিটি ক্লাবের পক্ষে ১৭ রানে ৩ উইকেট নেন আলভি। ৩৫ রানে ৩ উইকেট নিয়েছেন সোহাইল। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন মেহরাব এবং অন্তর।

পূর্ববর্তী নিবন্ধমেসিকে এবার ৫ হাজার কোটি টাকার প্রস্তাব সৌদি ক্লাবের
পরবর্তী নিবন্ধওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের সাথে চারদিনের ম্যাচ ড্র বাংলাদেশ ‘এ’ দলের