দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই

| রবিবার , ১৬ জানুয়ারি, ২০২২ at ৬:৩৫ পূর্বাহ্ণ

পাকিস্তানি হানাদার বাহিনীর আগ্রাসন থেকে মুক্তি পাওয়ার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও দুর্নীতি ঠেকাতে ব্যর্থ বাংলাদেশ প্রশাসন। দেশে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন সাধনে চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা, যেখানে থাকবে না কোনো বিতর্ক। সরকারি-বেসরকারি চাকরিজীবী কিংবা দেশ পরিচালনায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদেরকে হতে হবে যোগ্যতাসম্পন্ন এবং সৎ। বিজয়ের সুবর্ণজয়ন্তীতে এসেও দেখা যায় সরকারি চাকুরীর পরীক্ষার প্রশ্নফাঁস, টাকা নিয়ে জনবল নিয়োগ, একাডেমিক পরীক্ষার প্রশ্নফাঁস, এমনকি প্রত্যকটা ক্ষেত্রেই দেখি দুর্নীতি ও বৈশম্য। দেশের প্রত্যকটি সেক্টরে দুর্নীতি দিয়ে পরিপূর্ণ হওয়ায়, দুর্নীতিকে স্বাভাবিকভাবেই নিচ্ছে সাধারণ মানুষ। দেশের অবকাঠামোগত উন্নয়ন হলেও বৈষম্য ও দুর্নীতি দূর করা বাংলাদশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই দুর্নীতির আগ্রসন থেকে দেশকে রক্ষা করতে হলে সরকারি কাঠামোর উন্নয়ন প্রয়োজন, যেখানে প্রত্যকটি প্রশাসনে নির্ভীক, সৎ ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তি থাকবে, রাষ্ট্রের প্রত্যকটি উন্নয়নে সরকারের দৃষ্টি থাকবে এবং বিচার বিভাগকে নিরপেক্ষতা অবলম্বন করতে হবে। আমরা জীবনে অনেক কিছু চর্চা করলেও দুর্নীতি চিরতরে দূর করার তেমন পরিকল্পনা করি না, অনেকে হয়তো মনে করি এটার জন্য সরকারই যথেষ্ট, আবার অনেকের নিজেদের মধ্যেই রয়ে গেছে দুর্নীতির ছাপ, যে কারণে দুর্নীতির মোড় পরিবর্তন হয়ে গেছে। আমি সুন্দর, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই।
মাসুম বিল্লাহ
উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধশরৎচন্দ্র চট্টোপাধ্যায়: অপরাজেয় কথাশিল্পী
পরবর্তী নিবন্ধকিশোরবেলা