ত্রিতরঙ্গ আবৃত্তি দলের আবৃত্তি সন্ধ্যা

| বুধবার , ৩০ মার্চ, ২০২২ at ১:৩৯ অপরাহ্ণ

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পাঁচ জন তরুণ আবৃত্তি শিল্পীর ‘একা এবং একসঙ্গে’ শিরোনামে আবৃত্তি সন্ধ্যার পঞ্চম পর্ব গতকাল অনুষ্ঠিত হয়। সভাপতি দেবাশিস রুদ্রের সঞ্চালনায় একক আবৃত্তি পরিবেশনায় অংশ নেন ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সুজয় দে, জুহি সেনগুপ্তা, লিপি সেন, আচরারুল হক, অনামিকা দাশ। শিল্পীরা মঞ্চে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি সুনীল গঙ্গোপাধ্যায়, শামসুর রাহমান, নির্মলেন্দু গুণ, কামাল চৌধুরী, ঋত্বিকা গায়েন, সুবোধ সরকার, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, রামচন্দ্র পাল, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্‌, তসলিমা নাসরীন, মল্লিকা সেনগুপ্ত, নীলাদ্রি বোস, মারুফ রায়হান, খোন্দকার আশরাফ হোসেন, সৈকত ঘোষ, নিশাত হাসিনা শিরিন, ফারজানা করিম, ফারজানা নীলা, মৌমিতা তাসরিন প্রত্যয়, মনির আহমেদ, পলাশ কুমার দত্ত, জুহিসেনগুপ্তার কবিতা আবৃত্তি করেন। পরে কথামালায় অংশ নেন ত্রিতরঙ্গ আবৃত্তি দলের উপদেষ্টা ড. সাজিদ হোসেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ হাসান, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি হাসান জাহাঙ্গীর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগার্ল গাইডস এসো’র জাতীয় পরিষদ অধিবেশনের উদ্বোধন
পরবর্তী নিবন্ধসংগীত মানবিক কাজে অনুপ্রেরণা যোগায়