তারুণ্যের উচ্ছ্বাস কবিতা উৎসব ২৫ নভেম্বর শিল্পকলায় শুরু

চট্টগ্রাম : কবিতার শহর

| মঙ্গলবার , ২৩ নভেম্বর, ২০২১ at ১০:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কবিতার শহর। কবিতার শহরে বর্ণিল নানা অনুষ্ঠানমালায় পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইদিনের কবিতা উৎসব। তারুণ্যের উচ্ছ্বাস আগামী ২৫-২৬ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমিতে এ কবিতা উৎসবের আয়োজন করেছে। অনুষ্ঠানমালায় থাকছে কবিতার মিছিল, একক ও দলীয় আবৃত্তি, কবি-ছড়াকার কন্ঠে কবিতা ও ছড়া পাঠ, শিশু উৎসব, আবৃত্তির বিষয়ক গ্রন্থ প্রকাশ, কবিতার গান, উৎসব সংকলন প্রকাশ, নিবেদিত প্রযোজনা ও সুহৃদ সম্মিলন।
উৎসবটি উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত কবি অরুণ দাশগুপ্ত, কবি খালিদ আহসান এবং কবি শাহিদ আনোয়ারের স্মৃতির প্রতি। উৎসবের প্রথম দিন বিকেল ৪ টায় উৎসব উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। তারুণ্যের উচ্ছ্বাস সভাপতি ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে অতিথি থাকবেন দক্ষিণ জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, বারকোড রেস্টুরেন্ট গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল হক, আবৃত্তিশিল্পী শারমিন লাকী, ডা. মো. আলী আজগর চৌধুরী। উৎসবের দ্বিতীয় দিন শুরু হবে সকাল ১০টা থেকে। সকালে রয়েছে কবি-ছড়াকার-আবৃত্তিশিল্পী-সংস্কৃতিকর্মী সম্মিলন। এদিন বিকেলে রয়েছে কবিতার মিছিল শিরোনামের শোভাযাত্রা। উৎসব সমাপনী এবং ‘শান্তনু বিশ্বাস স্মৃতি প্রণোদনা’ প্রদান অনুষ্ঠান। এ পর্বে প্রধান অতিথি থাকবেন জয়ন্ত চট্টোপাধ্যায়। বিশেষ অতিথি থাকবেন অধ্যাপক রূপা চক্রবর্ত্তী, শিশির দত্ত, শুভ্রা বিশ্বাস এবং জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রকল্পের রি-শিডিউল না হলে ১৫ ডিসেম্বরের পর কাজ বন্ধ রাখার ঘোষণা
পরবর্তী নিবন্ধপাহাড়তলী ইঞ্জিন শেড থেকে মালামাল চুরি আটক দুই