তারুণ্যের উচ্ছ্বাস আবৃত্তি কর্মশালার নবীনবরণ

| শনিবার , ২ মার্চ, ২০২৪ at ৭:৪৬ পূর্বাহ্ণ

বাচিক শিল্প চর্চা কেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাসের পরিচালনায় নিয়মিত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ৩০তম আবর্তনের নবীনবরণ গতকাল ১ মার্চ নগরীর আন্দরকিল্লাস্থ তারুণ্যের উচ্ছ্বাস সম্মিলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বিকেল ৪টায় কর্মশালার উদ্বোধন করেন সংগীতজ্ঞ ও প্রশিক্ষক নূর নবী মিরণ।

সংগঠনের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সহসভাপতি বনকুসুম বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু তলাপাত্র এবং তারুণ্যের উচ্ছ্বাস সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক শ্রাবণী দাশগুপ্তা। উদ্বোধনী আয়োজনে অতিথিরা বলেন, শুদ্ধ ও সুন্দরভাবে বাংলায় কথা বলার চর্চা দিন দিন বাড়ছে। মানুষ এ ব্যাপারে সচেতন হচ্ছে এটি ইতিবাচক। সমাজে এ সচেতনতা তৈরিতে তারুণ্যের উচ্ছ্বাসের মতো আবৃত্তি সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সবশেষ অতিথিরা কর্মশালা উপকরণ দিয়ে নবীণ প্রশিক্ষণার্থীদের বরণ করেন নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ বোয়ালখালীতে আবদুল মজিদ শাহের ওরশ
পরবর্তী নিবন্ধড. সেলিমকে বিএইচবিএফসির চেয়ারম্যান পদে পুনঃনিয়োগ