তারুণ্যের উচ্ছ্বাসের আবৃত্তি কর্মশালার উদ্বোধন

| শনিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৪৮ পূর্বাহ্ণ

তারুণ্যের উচ্ছ্বাস পরিচালিত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ২৭তম ব্যাচের উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার নগরীর আন্দরকিল্লাস্থ সংগঠনের সম্মিলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী এবং দৃষ্টির সভাপতি সাইফ চৌধুরী। উপস্থিত ছিলেন তারুণ্যের উচ্ছ্বাসের প্রবীর মহাজন ও মিঠু তলাপাত্র। সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং মৌ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে পাড়া মহল্লায় সংস্কৃতি চর্চার যে শুণ্যতা যাচ্ছে তা থেকে বেরিয়ে আসতে হলে সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহে মিলনায়তনের বাইরে এসে তৃণমূলে অনুষ্ঠান আয়োজন করতে হবে। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। সরকার ও স্থানীয় প্রশাসনকেও এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে। কবিতা ও আবৃত্তির নিরবচ্ছিন্ন চর্চা ও এর প্রসারে এই জনপদে তারুণ্যের উচ্ছ্বাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন ব্যচের শিক্ষার্থীদের হাতে কর্মশালা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধউচ্চারকের ‘ভাদরে নজরুল’
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ