তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির সভা ও ভ্যাট বুথ উদ্বোধন

| সোমবার , ১১ অক্টোবর, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

অনলাইনে ভ্যাট নিবন্ধন প্রদান, ভ্যাট রিটার্ন দাখিল ও ভ্যাট সেবা করদাতাদের দোরগোড়ায় পৌঁছে দিতে নগরীর রিয়াজউদ্দিন বাজারে ‘ভ্যাট বুথ’ উদ্বোধন করা হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, আগ্রাবাদ বিভাগের বিভাগীয় কর্মকর্তা ও উপ-কমিশনার ফাতেমা খায়রুন নূর উক্ত বুথের উদ্বোধন করেন। কাস্টমস, এক্সাইজ, ভ্যাট, আগ্রাবাদ বিভাগের কোতোয়ালী সার্কেল ও রিয়াজুদ্দিন বাজারের তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উদ্যোগে আয়োজিত সভা ও ভ্যাট বুথের উদ্বোধনে উপস্থিত ছিলেন কোতোয়ালী সার্কেলের রাজস্ব কর্মকর্তা আবুল খায়ের, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি মোহাম্মদ আবু তালেব, সাধারন সম্পাদক আহামদ কবির দুলাল প্রমুখ। এ সময় ব্যবসায়ী প্রতিনিধিগণ করোনাসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। আগ্রাবাদ বিভাগের কর্মকর্তা ফাতেমা খায়রুন নূর ব্যবসায়ীদের সমস্যার কথা শুনেন এবং রিয়াজউদ্দিন বাজারের নিবন্ধনযোগ্য সব প্রতিষ্ঠানের নিবন্ধন গ্রহণের জন্য সমিতির সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধগবেষণায় মনোযোগ বাড়ানোর আহ্বান