ডেঙ্গুজ্বর সম্পর্কে সচেতনতা জরুরি

| শুক্রবার , ৭ জুলাই, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

জুলাইঅক্টোবর মাস পর্যন্ত দেশে ডেঙ্গুজ্বরের প্রকোপ বেশি থাকে। প্রতিবছর এ সময়ে অসংখ্য মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং বহু সংখ্যক মানুষ এতে মৃত্যুবরণ করে। ডেঙ্গুজ্বর থেকে বাঁচতে সচেতনতা জরুরি। ডেঙ্গুজ্বরের প্রধান বাহক এডিস মশা। আমাদের চারপাশের বিভিন্ন জায়গায় এই মশা জন্মে এবং বংশবিস্তার করে। তাই এডিস মশার আবাসস্থল ধ্বংস করে এই মশার বংশবিস্তার রোধ করতে হবে। পাশাপাশি কেউ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার লক্ষণ প্রকাশ পেলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং কেউ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে সঠিক ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে মানুষদেরকে জানাতে হবে। তবেই ডেঙ্গুজ্বরের প্রকোপ থেকে আমরা বাঁচতে পারবো।

জোবাইদুল ইসলাম

শিক্ষার্থী,

ঢাকা বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধপ্রযুক্তি গ্রাস করছে নতুন প্রজন্মের মেধা ও মনন