টেরিবাজার ব্যবসায়ী সমিতি নুর মোহাম্মদ স্মরণে শোকসভা ও মাহফিল

| বুধবার , ২৬ মে, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

টেরিবাজার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, ২০ নং দেওয়ানবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নুর মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ্ব নুর মোহাম্মদ স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল গত ২৫ মে টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দেওয়ানবাজার ওয়ার্ডের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। অতিথি ছিলেন কাউন্সিলর রুমকি সেনগুপ্তা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সহ-সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, ফরিদুল ইসলাম, মো. লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, উপদেষ্টা মো. ইদ্রিস, মোহাম্মদ ইসমাইল, টিংকু বড়ুয়া, ওচমান গণি, আবদুল গণি, আহম্মদ হোসেন, দিদারুল আলম, মো. ইলিয়াছ, মো. সামশুল আলম, পৃষ্ঠপোষক আবদুস ছমদ, সাবেক সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন, সাবেক সহ-সভাপতি সিরাজুল হক, নূর মোহাম্মদের নাতি মো. বেলাল, সাংগঠনিক সম্পাদক আবদুল করিম, অর্থ সম্পাদক আবু তাহের, আইন বিষয়ক সম্পাদক আজগর আলী, সমাজ কল্যাণ সম্পাদক নুরুল হুদা, দপ্তর সম্পাদক বক্কর বিন ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. মনজুর এলাহী, মো. দিদারুল আলম, সাবেক দপ্তর সম্পাদক ছৈয়দ আমিনুল হক, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহীম পারভেজ প্রমুখ। শুরুতেই কোরান থেকে তেলাওয়াত করেন অডিট বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা ইমরানুল হক সাইয়েদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইউছুপ তাদী। বক্তারা বলেন, সমিতির প্রতিষ্ঠা থেকে নুর মোহাম্মদের অবদান অনস্বীকার্য, তিনি ১৯৯০ সালে ব্যবসায়ীদের নিয়ে শক্তিশালী এ সংগঠন গড়ে তোলেন। টেরিবাজারে সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধে সাহসী ভূমিকা পালন করেন। তারই ধারাবাহিতায় সমিতি আজ এ পর্যায়ে পৌঁছেছে। তিনি তাঁর কর্মের মাঝে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় বিকাশ ম্যানেজারের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা
পরবর্তী নিবন্ধবায়েজিদে ট্রাক চাপায় শিশুর মৃত্যু