টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ চেষ্টা প্রতিরোধ করতে গিয়ে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ এপ্রিল, ২০২১ at ১১:২৬ অপরাহ্ণ

টেকনাফের দমদমিয়া ন্যাচার পার্ক সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্পে (নং জাদিমুরা-২৭) ডাকাতের গুলিতে গুরুতর আহত স্থানীয় যুবক মো. হোসেন মারা গেছেন।
কক্সবাজার সদর হাসপাতালে তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন তার চাচতো ভাই হেলাল উদ্দিন।
নিহত মো. হোসেন জাদিমুরা এলাকার মো. বাচ্চু মিয়ার ছেলে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন রোহিঙ্গা যুবক আয়াজ।
আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে ন্যাচার পার্ক সংলগ্ন উত্তর দমদমিয়ায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রোহিঙ্গা ডাকাত দলের সদস্যরা ক্যাম্পে এসেছে। হারুন নামের এক রোহিঙ্গা যুবককে অপহরণ করবে এমন গুজব ছড়িয়ে পড়ে। এতে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাত দলের সদস্যরা এলোপাতাড়ি গুলি ছুড়ে পাহাড়ের দিকে পালিয়ে যায়।
এসময় রোহিঙ্গা মুজিবুল্লাহর ছেলে আয়াজ (১৯) ও জাদিমুরার বাচ্চু মিয়ার পুত্র মো. হোসেন (৩০) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।
আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
তাদের মধ্যে মো. হোসেনকে কক্সবাজার নেওয়ার পথে তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেন তার চাচতো ভাই হেলাল উদ্দিন। বেশ কিছু দিন ধরে একটি অপহরণকারী চক্র ক্যাম্পে সক্রিয় হয়ে মুক্তিপণ আদায় করে চলেছে।
ক্যাম্পে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরাও ইতিমধ্যে বেশ ক’জন অপহৃত রোহিঙ্গাকে উদ্ধার ও জড়িতদের আটক করেছে।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহন!
পরবর্তী নিবন্ধহেফাজত নেতাদের ‘সহিংসতা’ ও ‘ওয়াজের’ ভিডিওর সন্ধানে পুলিশ