টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে দুটি অস্ত্র উদ্ধার

উখিয়া প্রতিনিধি | বুধবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ২:১৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে হ্নীলা শালবাগান রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

টেকনাফ মেডল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে তাঁরই নেতৃত্বে টেকনাফ মডেল থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করাকালীন শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জনৈক মোঃ আবু বক্কর ছিদ্দিক, এফসিএন নং-২৭২৪৯৯, ব্লক- বি৪, ঘর নং-২৭এ এর গোসল খানার বাইরে দক্ষিণ পার্শ্বে মাটি ভর্তি বস্তার নিচে তল্লাশি করে ২টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান (এলজি) বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ঘটনাস্থলে অস্ত্র গুলোর কোন মালিক না পাওয়ায় উক্ত অস্ত্র সমূহ পরিত্যক্ত অব্যস্থায় উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচবি ভর্তি পরীক্ষায় ন্যায়সঙ্গত সম্মানি চায় শিক্ষক সমিতি
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা