টেকনাফে রোহিঙ্গাদের দুই গ্রুপে গোলাগুলি, নিহত ১

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ৮ আগস্ট, ২০২২ at ১২:২৫ অপরাহ্ণ

কক্সবাজারে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী শিবির সংলগ্ন পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তার নাম মো. ইব্রাহীম (৩০)।

ঘটনার পরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা তার মরদেহ উদ্ধার করেছে। রোববার (৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত মো. ইব্রাহিম টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের সি-ব্লকের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ১৬ এপিবিএনের অধিনায়ক (এডিআইজি) হাসান বারী নুর জানান, রোববার সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড়ি এলাকায় রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

আমরা খবর পেয়েছি আধিপত্য বিস্তারের জের ধরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পরে ইব্রাহিমকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রযুক্তির যথাযথ ব্যবহারে শস্য উৎপাদন বাড়ানো সম্ভব
পরবর্তী নিবন্ধবন্ধু দিবসে শহীদের ‘বন্ধু ধন্যবাদ’