টেকনাফে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তির দুই হাতের কব্জি বিচ্ছিন্ন

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ২৭ নভেম্বর, ২০২২ at ৭:৫০ পূর্বাহ্ণ

টেকনাফে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে সিদ্দিক আহম্মদ (৫৫) নামের এক ব্যক্তির দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলেছে প্রতিপক্ষ। গতকাল শনিবার দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। আহত ছিদ্দিক একই এলাকার মৃত নজির আহমদের ছেলে।

পরিবার ও স্থানীয় লোকজন জানান, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় ইউপি সদস্য এনামুল হক, চাঁদ মিয়া, সাব মিয়াসহ একদল ব্যক্তি দা, লম্বা কিরিচ নিয়ে সিদ্দিককে গাড়ি থেকে নামিয়ে হামলা চালায়। এক পর্যায়ে কিরিচের কোপে তার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে উল্লাসে মেতে উঠে হামলাকারীরা। পরে গ্রামবাসী এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে টেকনাফ জরুরি বিভাগের চিকিৎসক নাছিম ইকবাল জানান, দুই হাতের কব্জি বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে রক্তাক্ত এক ব্যক্তিকে নিয়ে আসে স্বজনরা। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার রেফার করা হয়। টেকনাফ মডেল থানার ওসি আবদুল হালিম জানান, এক ব্যক্তির দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধচন্দ্রপৃষ্ঠের ‘চমকপ্রদ’ ছবি পাঠালো নাসার ওরিয়ন
পরবর্তী নিবন্ধটানেল পয়েন্টে নাগরিক উদ্যোগের উন্নয়ন উৎসব