টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় মোদী-মমতা-বারাদার

| শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

২০২১ সালে টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তালেবানের শীর্ষ নেতা মোল্লা আব্দুল গনি বারাদার। তালিকায় রয়েছেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক ডোনাল্ড ট্রাম্প, বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও। খবর বাংলানিউজের।
গত ১৫ সেপ্টেম্বর ছয়টি বিভাগে এই তালিকা প্রকাশ করেছে টাইম। তালিকায় স্থান পেয়েছেন ভারতের করোনা টিকা তৈরির প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা। তার সম্পর্কে টাইম ম্যাগাজিন বলেছে, করোনা মহামারি এখনো শেষ হয়নি। এই মহামারির ইতি টানতে সাহায্য করতে পারবেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধরোলস রয়েস আনল বিশ্বের সবচেয়ে দামি মডেল দাম ২৮০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের দৃশ্যপট থেকে একেবারে উধাও কেন সৌদি