জেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট আজ শুরু

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৬ জুন, ২০২২ at ৯:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব-১৭ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব-১৭ আজ ১৬ জুন থেকে শুরু হচ্ছে। চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েনের সহযোগিতায় এ টুর্নামেন্ট চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ দুটি টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দুপুর ২টায় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। কোয়ার্টার ফাইনাল রাউন্ড দিয়ে এ টুর্নামেন্টের খেলা শুরু হবে। বঙ্গমাতা টুর্নামেন্টে চট্টগ্রাম মহানগর অঞ্চলে বালিকাদের খেলায় আজ বিকাল ২.৩০টায় অংশ নেবে পাহাড়তলী এবং কোতোয়ালী। বঙ্গবন্ধু টুর্নামেন্টে চট্টগ্রাম মহানগর অঞ্চলে বালকদের খেলায় আজ বিকাল ৪টায় অংশ নেবে পাহাড়তলী এবং কোতোয়ালী। এবারও বালক-বালিকা উভয় বিভাগে জেলার উত্তর ও দক্ষিণ অঞ্চল এবং মহানগর অঞ্চলে খেলার আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে চট্টগ্রাম জেলার ১৫ টি উপজেলা এবং মহানগরের ৬ টি দল অংশগ্রহণ করছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-ও.ইন্ডিজ টেস্ট সিরিজ সম্প্রচারে অনিশ্চয়তা
পরবর্তী নিবন্ধএম এইচ স্পোর্টিং ক্লাবের পাশে এস এ গ্রুপ