জীবনের সর্বক্ষেত্রে রাসূলের (সা.) জীবনাদর্শ অনুসরণ করতে হবে

পলোগ্রাউন্ড মাঠে ওয়াজ মাহফিলে চরমোনাই পীর

| শুক্রবার , ৭ জানুয়ারি, ২০২২ at ৫:৩২ পূর্বাহ্ণ

নগরীর পলোগ্রাউন্ড মাঠে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল গতকাল বৃহস্পতিবার বাদ জোহর চরমোনাইয়ের পীর হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। উদ্বোধনী বয়ানে পীর চরমোনাই বলেন, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহপ্রদত্ত শরীয়ত ও রসুলে খোদা (সা.)-এর তরীকা অনুসরণ না করে অলী হওয়া যায় না। তাই সর্বক্ষেত্রে আল্লাহ ও তাঁর রাসূলের জীবনাদর্শ পুরোপুরি মানতে হবে। অনেকে মনে করেন, শুধু তসবিহ-তাহলিল ও পীর-মুরীদী করলেই মানুষ অলী হয়ে যাবেন। সমাজ, রাষ্ট্র, বাণিজ্যসহ সর্বক্ষেত্রে আল্লাহ ও তাঁর রাসূলের জীবনাদর্শ পুরোপুরি মানতে হবে।
তিনি আরও বলেন, সমাজ, রাষ্ট্র ও বাণিজ্যসহ মানব-জীবনের প্রতিটি বিষয়ে ইসলাম সর্বোত্তম ও সুন্দর নীতি-আদর্শ উপহার দিয়েছেন। বৈরাগ্য, সন্ন্যাসব্রত ও শুধু তাসবীহ-তাহলীলে লিপ্ত থাকার নামই ধর্ম নয়, এটি ধর্মের অপব্যাখ্যা। শত্রুদের প্রপাগাণ্ডা ও ষড়যন্ত্রের শিকার হয়ে ইসলামকে খণ্ডিতভাবে উপস্থাপন করা হচ্ছে বলে পীর চরমোনাই সতর্ক করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগর জাতীয় পার্টিকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধের আহ্বান
পরবর্তী নিবন্ধবিএনপির মানববন্ধনে পুলিশি হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদ