জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১১ মে, ২০২১ at ৪:৪৫ পূর্বাহ্ণ

বিশাল জয়ে টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান। হারারে স্পোর্টস ক্লাবে দ্বিতীয় টেস্টে সোমবার জিম্বাবুয়েকে ইনিংস ও ১৪৭ রানে হারিয়েছে বাবর আজমের দল। দলটির বিপক্ষে এটিই পাকিস্তানের সবচেয়ে বড় জয়। প্রথম টেস্টও তারা জিতেছিল ইনিংস ব্যবধানে। ৫১০ রানে প্রথম ইনিংস ঘোষণার পর জিম্বাবুয়েকে ১৩২ রানে গুটিয়ে দেয় পাকিস্তান। ফলো অন করিয়ে দলটিকে দ্বিতীয় ইনিংসে ২৩১ রানে থামিয়ে দুই টেস্টের সিরিজটি ২-০ তে জিতে নিল সফরকারীরা। পাকিস্তানকে জয়ের জন্য চতুর্থ দিন পর্যন্ত অপেক্ষা করায় মূলত জিম্বাবুয়ের শেষ জুটি। লুক জঙ্গুয়ে ও ব্লেসিং মুজারাবানির সেই জুটি এদিন টিকতে পেরেছে কেবল পাঁচ ওভার। জঙ্গুয়েকে কট বিহাইন্ড করে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫২ রানে ৫ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। প্রথম ইনিংসে ২৭ রান দিয়ে ৫ উইকেট নেন হাসান আলি। দ্বিতীয় ইনিংসে আফ্রিদির সঙ্গে উইকেট ভাগ করে নেন নুমান আলি। বাঁহাতি এই স্পিনারের প্রাপ্তি ৮৬ রানে পাঁচটি। এতেই ইতিহাসের পাতায় নাম লেখায় পাকিস্তান। প্রথমবারের মতো কোনো টেস্টে দলটির তিন বোলার পেলেন পাঁচ উইকেটের স্বাদ। এই সংস্করণে যা এনিয়ে ঘটল ষষ্ঠবার, ১৯৯৩ সালের পর প্রথম। প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা ২১৫ রানের ইনিংসে দলকে বড় পুঁজি এনে দেওয়া আবিদ আলি হন ম্যাচ সেরা। দুই টেস্টে ১৪ উইকেট নিয়ে সিরিজ সেরা হাসান।

পূর্ববর্তী নিবন্ধদেশে ফিরে যাচ্ছেন ফিল্ডিং কোচ কুক
পরবর্তী নিবন্ধদ্বিতীয় দফা করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব-মোস্তাফিজ