জাহানারা মমতাজ বালিকা বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা উপকরণ বিতরণ

| মঙ্গলবার , ৯ মে, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

ফটিকছড়ির জাফতনগর ইউনিয়নের ফতেপুরস্থ জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে মেধাবী ছাত্রীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শিক্ষা উপকরণ মোবাইল ট্যাব (পিসি) সমূহ বিতরণ করা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক অনুষ্ঠিতব্য জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের আওতায় উক্ত শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের মাঝে তুলে দেয়া হয়। গত ৭ মে বিদ্যালয় প্রাঙ্গনে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসব শিক্ষা উপকরণ তুলে দেন উপজেলা পরিসংখ্যান অফিসের মোহাম্মদ মন্‌জুর আলম, মোহাম্মদ রিয়াদ উদ্দিন এবং আবদুল মাবুদ। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পল্লবী খাস্তগীর, মাধ্যমিক শিক্ষা অফিসের কৃপাময় মজুমদার, নুরুল হকসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। উপজেলা পরিসংখ্যান অফিসের মোহাম্মদ মন্‌জুর বলেন, ফটিকছড়ি উপজেলায় ৫৫টি এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং ৩০টি মাদ্রাসায় মোট ৮১৫টি ট্যাব বিতরণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅপসংস্কৃতি রোধে দরকার রবীন্দ্র-চর্চা
পরবর্তী নিবন্ধভাটিয়ারীতে দশ টন জাটকা ইলিশসহ আটক ১