জামেয়া আহমদিয়া সুন্নিয়া শিক্ষক পরিষদের সভা

| বৃহস্পতিবার , ১৫ জুলাই, ২০২১ at ১২:২৬ অপরাহ্ণ

স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আযহা পালন ও কুরবানি পশুর চামড়া অথবা চামড়া বিক্রয়লব্ধ টাকা সংগ্রহ সংক্রান্ত এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আল্লামা মুহাম্মদ আশরাফুজ্জামান আলক্বাদেরীর সভাপতিত্বে জামেয়া শিক্ষক মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন উপাধ্যক্ষ মাওলানা ড. মুহাম্মদ লিয়াকত আলী। ক্বারী মুহাম্মদ ইব্রাহিমের কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। সভায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান উপস্থিত শিক্ষকদের প্রতি বছরের ন্যায় এ বছরও জামেয়া-আনজুমান এতিমখানা ও মিসকিন ফান্ডের জন্য আসন্ন কুরবানি পশুর চামড়া অথবা চামড়া বিক্রয়লব্ধ অর্থ সংগ্রহে সহযোগিতা করার আহবান জানান। তিনি বলেন, যে সকল সুন্নি প্রতিষ্ঠান/মাদ্‌রাসায় এতিমখানা রয়েছে অথবা গরীব ছাত্রদের লেখা-পড়া ও ভরণ-পোষণের ব্যবস্থাপনা রয়েছে সে সব ধরনের আদর্শবান প্রতিষ্ঠানের এতিম বা মিসকিন ফান্ডে কুরবানি পশুর চামড়া বা চামড়া বিক্রয়লব্ধ অর্থ প্রদান করা নেহায়ত উত্তম। যে সকল মাদ্‌রাসা/প্রতিষ্ঠান বাতিল মতবাদের অনুসারী এবং নবী-অলির শানে কটুক্তি/বেয়াদবি করে সে সব প্রতিষ্ঠানে কুরবানি পশুর চামড়া বা চামড়া বিক্রয়লব্ধ অর্থ প্রদান করলে শরীয়ত মোতাবেক আদায় হবে না। পরিশেষে চলমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে হেফাজত করা এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটিতে ত্রিপল প্রদান
পরবর্তী নিবন্ধপটিয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু