জামাল নজরুল ইসলাম : বাংলাদেশের অহংকার

| বুধবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:২৯ পূর্বাহ্ণ

জামাল নজরুল ইসলাম – আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী, গণিতবিদ, শিক্ষক ও গবেষক। মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে মৌলিক গবেষণার জন্য তিনি বিশেষভাবে খ্যাতিমান। মহাবিশ্ব নিয়ে পৃথিবীতে যে কটি আলোচিত প্রবন্ধ রয়েছে জামাল নজরুল ইসলামের ‘দ্য ফার ফিউচার অব দ্য ইউনিভার্স’ তার অন্যতম। মহাকাশের উদ্ভব ও পরিণতি নিয়ে লেখা তাঁর বেশ কিছু বই ক্যামব্রিজ, অঙফোর্ড সহ বিশ্বসেরা বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। জামাল নজরুল ইসলামের জন্ম ১৯৩৯ সালের ২৪ ফেব্রুয়ারি পিতার কর্মস্থল ঝিনাইদহে। তবে জীবনের সবচেয়ে বেশি সময় কেটেছে তাঁর চট্টগ্রামে। লেখাপড়া করেছেন চট্টগ্রাম, কলকাতা, পাকিস্তানের মারি এবং ক্যামব্রিজে। প্রায়োগিক গণিত ও তাত্ত্বিক পদার্থবিদ্যায় ক্যামব্রিজে পিএইচডি করেন জামাল নজরুল। ১৯৮২ সালে এই বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। ক্যামব্রিজে অধ্যয়নকালে বিজ্ঞানী স্টিফেন হকিং, অর্থনীতিবিদ অমর্ত্য সেন, পদার্থ বিজ্ঞানী আবদুস সালাম সহ অনেক বিশিষ্ট জনের সান্নিধ্যে এসেছেন। প্রায় দুই যুগ বিদেশে অবস্থানের পর মাতৃভূমির টানে দেশে ফিরে আসেন। যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এই শিক্ষা প্রতিষ্ঠানের গাণিতিক পদার্থবিদ্যা গবেষণা কেন্দ্রটি জামাল নজরুল ইসলাম প্রতিষ্ঠা করেন। বিজ্ঞানচর্চার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও প্রগতিশীল নানা আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত ছিলেন তিনি। পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের প্রতিষ্ঠাতা, চুয়েটের অনারারি সিন্ডিকেট সদস্য এবং রবীন্দ্র একাডেমীর সভাপতি ছিলেন। অধ্যাপক জামাল নজরুল ইসলাম রচিত উল্লেখযোগ্য বই: ‘দ্য আলটিমেট ফেইট অব দি ইউনিভার্স’, ‘রোটেটিং ফিল্ডস ইন জেনারেল রিলেটিভিটি’, ‘স্কাই অ্যান্ড টেলিস্কোপ’, ‘অ্যান ইনট্রোডাকশন টু ম্যাথমেটিক্যাল কসমোলজি’, ‘কৃষ্ণ বিবর’, ‘মাতৃভাষা বিজ্ঞানচর্চা এবং অন্যান্য প্রবন্ধ’, ‘শিল্প সাহিত্য ও সমাজ’ প্রভৃতি। তাঁর বেশ কিছু বই একাধিক ভাষায় অনূদিত হয়েছে। কাজের স্বীকৃতি হিসেবে বিশ্বখ্যাত এই বিজ্ঞানী একুশে পদক, বাংলাদেশ বিজ্ঞান একাডেমী থেকে স্বর্ণপদক, ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি পদক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজীবন সম্মাননা সহ নানা পুরস্কার ও সম্মানে ভূষিত হন। ২০১৩ সালের ১৬ মার্চ প্রয়াত হন বিশ্বখ্যাত বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম। ক্যামব্রিজের পাঠ্যসূচিতে তাঁর সাতটি বই অন্তর্ভুক্ত রয়েছে। তিনিই একমাত্র বাঙালি বিজ্ঞানী যার সাতটি বই প্রকাশ করেছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা