জাতীয় ভ্যাট সপ্তাহ শুরু আজ

চট্টগ্রাম কাস্টমস ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ে নানা কর্মসূচি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ ডিসেম্বর, ২০২১ at ৬:০২ পূর্বাহ্ণ

‘অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন’ এই স্লোগানকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ। ১০ ডিসেম্বর শুক্রবার ভ্যাট দিবস এবং ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদযাপনের লক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়। কর্মসূচির অংশ হিসেবে নগরীর আগ্রাবাদের চট্টগ্রাম দপ্তরে সকালে আলোচনা সভা ও চট্টগ্রাম অঞ্চলের শীর্ষ চারজন ভ্যাটদাতাকে সম্মাননা দেয়া হবে। তবে কোভিড পরিস্থিতির কারণে এবার ভ্যাট দিবসে শোভাযাত্রাসহ বেশ কিছু কর্মসূচি বাতিল করা হয়েছে।
ভ্যাট দিবস নিয়ে এনবিআরের সদস্য (ভ্যাট বাস্তবায়ন) আব্দুল মান্নান সিকদার বাসসকে বলেন, এবার কোভিড পরিস্থিতির কারণে ভ্যাট দিবসে অনেক কর্মসূচি বাতিল করা হলেও কেন্দ্রীয়ভাবে সেমিনার ছাড়াও সকল ভ্যাট অফিসে করদাতাদের বিশেষ সেবা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এবারের ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহে করদাতাদের মধ্যে ভ্যাট সচেতনতা বৃদ্ধির প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে বলে তিনি জানান। ভ্যাট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রচার কার্যক্রমের অংশ হিসেবে দেশের সব মোবাইল কোম্পানির মাধ্যমে গ্রাহকদের ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবহিষ্কারের হুমকিতেও অনড় বিদ্রোহীরা
পরবর্তী নিবন্ধটিকা পেয়ে উচ্ছ্বসিত স্কুল শিক্ষার্থীরা