জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে চায় তালেবান

দিয়েছে রাষ্ট্রদূত

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২১ at ১২:১৭ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে কথা বলতে চায় তালেবান সরকার। চলতি সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এ বৈঠকে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। গতকাল বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সোমবার জাতিসংঘে পাঠানো ওই চিঠিতে জানানো হয়, কট্টরপন্থি এ গোষ্ঠী কাতারের রাজধানী দোহায় অবস্থিত তাদের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সুহাইল শাহীনকে জাতিসংঘে আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়নও দিয়েছে। তিনি দোহায় অনুষ্ঠিত শান্তি আলোচনাতেও তালেবানের একজন মুখপাত্র হিসেবে কাজ করেছেন। খবর বাংলানিউজ ও বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধভারত সীমান্তের শহর ছেড়ে পালাচ্ছে মিয়ানমারের বাসিন্দারা
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের স্বাধীনতাই সমাধান