জলাবদ্ধতা নিরসনের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের মিছিল

| সোমবার , ২১ জুন, ২০২১ at ১১:৫৬ পূর্বাহ্ণ

জরুরি ভিত্তিতে সমন্বিতভাবে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বামজোটের জেলা সমন্বয়ক ও গণসংহতি আন্দোলন নেতা ফরহাদ জামান জনির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক অশোক সাহা, গণসংহতি জেলা সমন্বয়কারী হাসান মারূফ রুমি, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্যসচিব শফি উদ্দিন কবির আবিদ, বাসদ জেলা কমিটির সদস্য মহিন উদ্দিন, বাসদ নেতা রায়হান উদ্দিন প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে একের পর এক প্রকল্প নেওয়া হলেও বাস্তবে কোন ফলাফল দৃশ্যমান নয়। সমন্বয়হীনতা ও অবহেলার কারণে বরং জনদুর্ভোগ আরো বেড়েছে। বর্ষার পূর্বে খালের বাঁধগুলো কেটে না দেওয়ার ফলে এবারের বৃষ্টিতে জলাবদ্ধতা আরো বেড়েছে।
বক্তারা জরুরি ভিত্তিতে নগরের জলাবদ্ধতা নিরসন, গৃহীত প্রকল্পগুলো সম্পর্কে জনগণের সামনে জবাবদিহি করার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঠানটুলী ওয়ার্ডে সনদ প্রদান সেবার অনলাইন কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে এক সপ্তাহে তিন চুরি