ছাত্র ইউনিয়ন জেলা সংসদের প্রতিবাদ সমাবেশ

| রবিবার , ৩০ এপ্রিল, ২০২৩ at ৭:৫৪ পূর্বাহ্ণ

মার্কিন প্রতিষ্ঠান এক্সন মবিলকে গভীর সমুদ্রে গ্যাসক্ষেত্র অনুসন্ধানের কাজ ও ভারতকে নামমাত্র খরচে চট্টগ্রাম এবং মংলা সমুদ্রবন্দর ব্যবহারের অনুমতি দেওয়ার প্রতিবাদে ছাত্র ইউনিয়ন জেলা সংসদের উদ্যোগে গতকাল শনিবার চেরাগী পাহাড় মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা সংসদের সভাপতি ইমরান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টিকলু কুমার দের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সহসভাপতি অয়ন সেন গুপ্ত, সাংগঠনিক সম্পাদক শুভ দেব নাথ, কোষাধাক্ষ্য মিজানুর রহমান আরিফ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক তাহলিল আবছার অর্ণব, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক বর্ষা দেবী, আশিক এলাহী প্রমুখ।

বক্তারা বলেন, সরকার তার ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য একের পর এক রাষ্ট্রবিরোধী চুক্তি করে যাচ্ছে। সরকার রাষ্ট্রীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নতজানু চুক্তি রক্ষার্থে ব্যতিব্যস্ত।বক্তারা বলেন, এই চুক্তি দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলবে এবং দেশের জাতীয় নিরাপত্তাকে বিনষ্ট করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগভীর সমুদ্রে ভাসমান ১৯ জেলে উদ্ধার
পরবর্তী নিবন্ধআ. লীগের দুর্দিনের কাণ্ডারী ছিলেন শফিউল আলম