চেষ্টা করবো ব্যবসাকে কিভাবে আরো সহজ করা যায়

আজাদীকে মাহবুবুল আলম

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ আগস্ট, ২০২৩ at ৪:৩৩ পূর্বাহ্ণ

এফবিসিসিআইয়ের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। মাহবুবুল আলম চট্টগ্রাম থেকে তৃতীয় ব্যবসায়ী নেতা হিসেবে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের দায়িত্ব নিচ্ছেন। গতকাল বুধবার রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দৈনিক আজাদীকে মাহবুবুল আলম বলেন, আমি চট্টগ্রাম চেম্বারের বিগত ১০ বছর ধরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। দায়িত্ব পালনকালে আমি সব সময় চট্টগ্রামের ব্যবসায়ীদের সুখে দুঃখে পাশে ছিলাম এবং এখনো আছি। আমাকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি হিসেবে বেছে নেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্তমানে আমাদের দেশ ব্যবসা বাণিজ্যের দিকে অনেক এগিয়ে গেছে। ২০০৮ সালে বাংলাদেশের অর্থনীতি ছিল ১০০ বিলিয়ন ডলারের। এখন আমরা ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যাত্রা করছি। সরকারের পক্ষ থেকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য স্মার্ট সমাজ দরকার ও স্মার্ট বিজনেসম্যান দরকার। আমি এফবিসিসিআইয়ের সভাপতি হিসেবে চেষ্টা করবো ব্যবসাকে কিভাবে আরো সহজ করা যায়, সেটি নিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে কাজ করবো।

তিনি আরো বলেন, ঢাকাকেন্দ্রিক চাপ কমানোর জন্য প্রতিটি বিভাগীয় শহরের ব্যবসা বাণিজ্যকেন্দ্রিক সংস্থাগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার বিষয়ে কাজ করবো। যেমনচট্টগ্রামে আমদানিরপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর থাকলেও এখানের কাজের পরিধি একদম সীমিত। এই ধরনের দপ্তরগুলোকে স্থানীয়ভাবে কাজের ক্ষমতা দেয়া হলে ব্যবসায়ীদের দুর্ভোগ লাঘব হয়। মোট কথা হচ্ছে ঢাকার ওপর নির্ভরশীলতা কমাতে হবে। তাহলে ব্যবসায়ীদের সময়ক্ষেপণ হবে না। এছাড়া দীর্ঘদিন ধরে চট্টগ্রামের ব্যবসায়ীরা ঢাকাচট্টগ্রাম মহাসড়কের ওজন স্কেল প্রত্যাহারে বিষয়ে দাবি জানিয়ে আসছিলেন। ব্যবসায়ীদের দাবি হচ্ছে, ঢাকাচট্টগ্রাম মহাসড়কের ওজন স্কেলের কারণে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। হয় দেশের সবগুলো মহাসড়কে ওজন স্কেল বসাতে হবে, না হলে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের ওজন স্কেলটি প্রত্যাহার করতে হবে। চট্টগ্রামের ব্যবসায়ীদের সেই দাবির বিষয়ে আমি চট্টগ্রাম চেম্বার থেকে আমি একাধিকবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে চিঠি লিখেছিলাম। এখনও আমার একই ভূমিকা থাকবে। কারণ বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার। কারণ ব্যবসাকে যত সহজীকরণ করা হবে, দেশের অর্থনীতি তত দ্রুত গতিতে এগিয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধমাহবুবুল আলম এফবিসিসিআই’র নতুন সভাপতি