চেক প্রতারণা মামলা ব্যবসায়ীর দেড় কোটি টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ সেপ্টেম্বর, ২০২১ at ৪:৩৩ পূর্বাহ্ণ

চেক প্রতারণা মামলায় এক ব্যবসায়ীকে প্রায় দেড় কোটি টাকা জরিমানা ও এক বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ সানজিদা আফরীন দিবা উক্ত দন্ডাদেশ প্রদান করেন।
আদালত সূত্র জানায়, চট্টগ্রামের সিডিএ মার্কেটস্থ মেসার্স শহিদুল ইসলাম এন্ড ব্রাদার্সের মালিক ব্যবসার জন্য যমুনা ব্যাংক ভাটিয়ারী শাখা থেকে ঋণ নেন। লেনদেনের এক পর্যায়ে উক্ত ঋণ পরিশোধের জন্য তিনি ১ কোটি ৪৭ লাখ ১৫ হাজার টাকার একটি চেক প্রদান করেন। যমুনা ব্যাংক চেকটি নগদায়ন করতে গেলে দেখা যায়, তার একাউন্টে টাকা নেই। দীর্ঘদিন ধরে ব্যাংকের টাকা পরিশোধের জন্য শহীদুল ইসলামকে নানাভাবে অনুরোধ করা হয়। টাকা পরিশোধ না করায় ব্যাংকের পক্ষ থেকে গত ২০১৮ সালের ৭ আগস্ট তার বিরুদ্ধে মামলা করা হয়। গতকাল ওই মামলায় আদালত ব্যবসায়ী মোহাম্মদ শহীদুল ইসলামকে ১ কোটি ৪৭ লাখ ১৫ হাজার টাকা জরিমানা ও এক বছরের কারাদন্ড দিয়েছেন।
ব্যাংকের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আলী আজগর চৌধুরী ও অ্যাডভোকেট আমান আকবর চৌধুরী। তবে আসামি পলাতক রয়েছেন বলে আদালত সূত্র জানায়।

পূর্ববর্তী নিবন্ধহাই কোর্টে বড় ভাইয়ের মৃত্যুদণ্ড বহাল
পরবর্তী নিবন্ধঠিকাদার স্পেক্ট্রার প্রকল্প পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মামলা