চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ২০ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

মাহমুদুল হাসান (৫৬) নামে চেক প্রতারণা মামলার সাজাসহ সাত মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। গতকাল কুমিল্লা জেলার বুড়িচং থানার ভারেল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত মাহমুদ পাঁচলাইশ থানার নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে বসবাস করে বিভিন্ন ব্যবসা পরিচালনা করত।

তার ব্যবসা প্রতিষ্ঠানের নামে পূবালী ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে লোন নিয়ে যথাসময়ে পরিশোধ না করে আত্মগোপন করে। সে তিনটি চেক প্রতারণা মামলায় দুই বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং চারটি চেক প্রতারণার বিচারাধীন মামলার আসামি।

পূর্ববর্তী নিবন্ধ১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধবিদ্যালয়গুলোকে মেধার কারখানায় পরিণত করুন