চিরকুটের পাভেল গাইলেন নজরুলের ‘হে নামাজী’

| শনিবার , ২৩ মার্চ, ২০২৪ at ৫:১০ পূর্বাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গজল ‘হে নামাজী’ প্রকাশ করল ‘টাইম জোন লিভিং রুম সেশান’। পাভেল আরিনের সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন জাহিদ নিরব। ‘হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় জায়নামাজ’এমন কথার গানটি কিংবদন্তি শিল্পী আব্বাস উদ্দিনের হাতে নিজেই তুলে দিয়েছিলেন নজরুল। আব্বাস উদ্দিনের সুরে ও কন্ঠেই প্রথম জনপ্রিয় হয় গানটি। এবার পবিত্র রমজান মাসে নতুন সংগীতায়োজনে সকলের সামনে গানটি হাজির করলেন পাভেল। খবর বাংলানিউজের।

সংগীত পরিবারে বেড়ে উঠলেও সকলের চেনা শিল্পী জাহিদ নিরবের আতুড়ঘর ব্যান্ড চিরকুট। আরও গভীরে গেলে পাভেল আরিনের সঙ্গেই শুরু তার ইন্ডাস্ট্রির পথ চলা। সে জানাশোনা থেকেই প্রার্থনামূলক গজলটিতে আব্বাস উদ্দিন আহমেদের উত্তরাধীকারি হিসেবে নতুন প্রজন্মের নিরবের কণ্ঠটিকেই যোগ্য বলে মনে করেছেন পাভেল।

পূর্ববর্তী নিবন্ধতৃপ্তির নতুন সিনেমা ‘ব্যাড নিউজ’
পরবর্তী নিবন্ধসিনেমা দেখে অসুস্থ হলে বিনা খরচে চিকিৎসা