চিটাগাং ক্লাবে স্বাধীনতা দিবস স্কোয়াশ টুর্নামেন্ট শুরু

| শুক্রবার , ১৯ মার্চ, ২০২১ at ৭:০৩ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাবে এম এম ইস্পাহানি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মুজিব বর্ষ ২য় ইস্পাহানি স্বাধীনতা দিবস স্কোয়াশ টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল ১৮ মার্চ ক্লাবের স্কোয়াশ কোর্টে টুর্নামেন্টের ২য় পর্যায়ের খেলা শুরু হয়। বাংলাদেশ স্কোয়াশ রেকেট্‌স ফেডারেশনের উদ্যোগে টুর্নামেন্টের সূচনা হয় গত ১২ মার্চ থেকে ঢাকা বিএএফ শাহীন কলেজ স্কোয়াশ কোর্টে। ক্রমান্বয়ে ঢাকার বিভিন্ন স্কোয়াশ কোর্টে সম্পন্ন হবার পর গতকাল বিকালে জমকালো আয়োজনের মাধ্যমে চিটাগাং ক্লাবে ২য় পর্যায়ের খেলা শুরু হয়। এই উপলক্ষে আয়োজিত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ক্লাবের চেয়ারম্যান নাদের খান। তিনি কেক কেটে টুর্নামেন্টের ২য় পর্যায়ের খেলার উদ্ভোধন করেন। চিটাগাং ক্লাব স্কোয়াশ বিভাগের মেম্বার ইনচার্জ ইমতিয়াজ হাবিব (রনি)’র পরিচালনায় অনুষ্ঠান টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মির্জা সালমান ইস্পাহানী, ক্লাবের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, মিয়া মুহাম্মদ আব্দুর রহিম, চিটাগাং ক্লাবের নির্বাহী কমিটির মেম্বার জাবেদ হাসেম (নান্নু), মাহবুবুল কবির খান, আলী আহসান (সেলিম),আজিজুল হাকিম, এ. এ. এম ইমতিয়াজ চৌধুরী (রকি),স্কোয়াশ ফেডারেশনের নির্বাহী মেম্বার ইউসুফ আহমেদ আলী মনছুর ও স্কোয়াশ কনভেনার সাজ্জাদ আরেফীন আলম সহ আরো অনেক ক্রীড়ামোদী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিউজিল্যান্ডকে হারানোর সুযোগ আছে : ডমিঙ্গো
পরবর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল ঘোষনা