চিটাগাং উইম্যান চেম্বারের মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

| রবিবার , ১৩ ডিসেম্বর, ২০২০ at ৫:৩৮ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের আহ্বানে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় মানববন্ধনের আয়োজন করে। চেম্বারের প্রেসিডেন্ট ইনচার্জ (সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট) আবিদা মোস্তফার নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন ভাইস-প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী, পরিচালক রেবেকা নাসরিন, লুৎমিলা ফরিদ, শাহেলা আবেদিন, প্রাক্তন সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট রুহি মোস্তফা, প্রাক্তন পরিচালক শারমিন হোসাইন, কাজী তুহিনা আক্তার, খালেদা আক্তার চৌধুরী, নাজমা নওশাদ মিতা, সদস্য বেবী হাসান, সিতারা রহমান, শিরিন আক্তার শিল্পী, আনোয়ারা শাহরিয়ার রিনু, জান্নাতুল ফেরদৌস, রোকেয়া বেগম, নিলু আক্তার প্রমুখ। আবিদা মোস্তফা তার বক্তব্যে বলেন, জন্ম শতবার্ষিকীতে স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে জাতিকে স্তব্ধ করতে চেয়েছিল। কিন্তু বাঙালি বীরের জাতি, কখনো তা মেনে নেবে না।
রেখা আলম চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি পতাকা দিয়ে গেছেন, যার জন্য আমরা মাথা উঁচু করে বলতে পারি আমরা স্বাধীন দেশের নাগরিক। সেই মহান নেতার ভাস্কর্য ভেঙে তারা দেশকে ভেঙে দেয়ার চেষ্টা করেছে। তাদের সেই চেষ্টা আমরা সফল হতে দেবো না। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধও আর নিজাম রোড আবাসিকেসিপিডিএল চারুকাব্য’র যাত্রা
পরবর্তী নিবন্ধবইয়ের প্রয়োজন কখনোই ফুরোবে না