চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান

প্রশিক্ষণ কোর্স উদ্বোধনে পেয়ারুল ইসলাম

| বৃহস্পতিবার , ১২ জানুয়ারি, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

দারিদ্র নিরসন ও নারী উন্নয়ন প্রকল্পের আওতায় সেলাই কাটিং ও এমব্রয়ডারি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বুধবার পরিষদের অস্থায়ী কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলামসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এটিএম পেয়ারুল ইসলাম বলেন, চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্যোক্তারা যেন সব ধরনের সুযোগ সুবিধা পান তা সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হবে। প্রশিক্ষণ মানুষকে স্বাবলম্বী করে।

স্বাবলম্বী হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে।উদ্বোধন শেষে তিনি বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। প্রশিক্ষণ কোর্স সমাপ্তকারীরা প্রধান অতিথি, সভাপতি ও অন্যান্য অতিথিদেরকে তাদের তৈরীকৃত কাপড় উপহার দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী বাসস্ট্যান্ডে অভিযান, ১৯ মামলা জরিমানা
পরবর্তী নিবন্ধক্যানসার আক্রান্ত শিশুদের পাশে ক্লাশ ও চট্টগ্রাম সমিতি ইউকে