চসিকের বাজেট ঘোষণা আজ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৭ জুন, ২০২১ at ৫:৪৩ পূর্বাহ্ণ

নগর উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আগামী ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে। আজ দুপুর ১২ টায় নগরের থিয়েটার ইনস্টিটিউট হলে মেয়র রেজাউল করিম চৌধুরী বাজেট ঘোষণা করবেন।
অতীতের উন্নয়ন কর্মকাণ্ডকে সমন্বয় করার পাশাপাশি নগরবাসীর সর্্বোচ্চ নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতে এবারের বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে। গতবারের চেয়ে বাড়বে বাজেটের আকারও।
চসিকের হিসাব শাখা সূত্রে জানা গেছে, ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার ছিল ২ হাজার ৪৩৬ কোটি ৩০ লাখ ৪২ হাজার টাকা। আজ বিশেষ সাধারণ সভায় এর সংশোধিত বাজেটও অনুমোদিত হবে।
গত ২৭ জানুয়ারি চসিকের ষষ্ঠ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন রেজাউল করিম চৌধুরী। ১১ ফেব্রুয়ারি শপথ নেন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেন ১৫ ফেব্রুয়ারি। দায়িত্ব গ্রহণের পর প্রথম বাজেট ঘোষণা করবেন তিনি। ফলে আজকের বাজেট নিয়ে কৌতুহল থাকবে নগরবাসীর। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কতটা উদ্যোগী তা আজকের বাজেটে প্রতিফলন ঘটবে বলে মনে করেন নগরবাসী।

পূর্ববর্তী নিবন্ধ১৫ দিনেই হাজার মৃত্যু
পরবর্তী নিবন্ধচবির সব পরীক্ষা ১ জুলাই থেকে স্থগিত