চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ এবার মেঘনা ট্রেনের চালক আহত

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ জানুয়ারি, ২০২২ at ৫:৩১ পূর্বাহ্ণ

এবার চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় হাতে আঘাত পেয়েছেন মেঘনা ট্রেনের চালক। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে রেলওয়ে পুলিশের সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের একদিন পরই এ ঘটনা ঘটল। গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে চট্টগ্রাম-চাঁদপুর রুটে চলাচলকারী মেঘনা এক্সপ্রেস ট্রেন মীরসরাই উপজেলার বারতাকিয়া রেলক্রসিং এলাকায় পৌঁছলে পাথর নিক্ষেপ করা হয়। এতে পাথরের আঘাতে ভেঙে গেছে ট্রেনের ইঞ্জিন রুমের জানালা। এতে হাতে আঘাত পেয়েছেন ট্রেনের চালক সফি আলম। রেলওয়ে সূত্রে জানা যায়, চাঁদপুর থেকে চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি মীরসরাইয়ের বারতাকিয়া রেল ক্রসিং এলাকায় পৌঁছালে এতে পাথর ছুড়ে মারে একদল দুর্বৃত্ত। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আজাদীকে বলেন, পাথর নিক্ষেপের খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের একটি টিম পাঠিয়েছি। এই ঘটনায় কাউকে শনাক্ত করা এখনো সম্ভব হয়নি। তবে আমরা ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে প্রতিটি স্টেশনে জনসচেতনা সৃষ্টি করছি।

পূর্ববর্তী নিবন্ধআহমদ উল্লাহ (ক.) মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে সমন্বয় সভা
পরবর্তী নিবন্ধনগর জাতীয় পার্টিকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধের আহ্বান