চমেক হাসপাতালে কয়েদির মৃত্যু

আজাদী প্রতিবেদন

| রবিবার , ১১ জুন, ২০২৩ at ৫:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মঞ্জুর আলম (৬১) নামের ওই কয়েদি কঙবাজারের টেকনাফ উপজেলার শীলখালীর বাসিন্দা। গতকাল সকাল সাড়ে ৮টায় তিনি মৃত্যুবরণ করেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ই্রবাহীম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মঞ্জুর আলম টেকনাফ থানার একটি হত্যা মামলায় কঙবাজার কারাগারে ছিলেন। চিকিৎসার প্রয়োজনে গত ১৯ মে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আসেন এবং চমেক হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে দুইবার তিনি চমেক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এক দুদিন সেখানে থাকতেও হয়েছে। সর্বশেষ গত শুক্রবার রাতে তাকে আবারও চমেক হাসপাতলে পাঠানো হয়। একপর্যায়ে শনিবার (গতকাল) সকালে তিনি মৃত্যুবরণ করেন। ডেপুটি জেলার আরো বলেন, প্রয়োজনীয় কার্যক্রম শেষে মঞ্জুর আলমের মরদেহ স্বজনদের কাছে হস্থান্তর করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে সিএনজি চালক ও যাত্রী নিহত
পরবর্তী নিবন্ধইভিএম সবচেয়ে নিরাপদ, কোনো জিন-ভূত নেই : সিইসি