চবি সায়েন্টিফিক সোসাইটির সভা ও পুনর্মিলনী

| রবিবার , ১১ ডিসেম্বর, ২০২২ at ৮:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির (সিইউএসএস) উদ্যোগে সভা ও পুনর্মিলনী গত ৯ ডিসেম্বর নগরীর চকবাজারস্থ একটি রেস্তোরাঁয় সম্পন্ন হয়েছে। চবি সায়েন্টিফিক সোসাইটির সভাপতি হুসাইন মো. বায়েজিদের সভাপতিত্বে ও হুসনুম মামুরাত ও ইসরাত ইলার যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ আলফোরকান। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. লায়লা খালেদা।

উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মিফতাহ মুশফিক তামিম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুর রহমান অপু, দিবস দেব, সাধারণ সম্পাদক নওশিন বিনতে জামাল জুঁই, আলতাফ হোসেন অনিন্দ্য, সাধারণ সম্পাদক হুমায়রা ফেরদৌসী, মিনহাজুর রহমান শিহাব, সৈয়দ জাওয়াদ হোসেন, সাবরিনা শাহজাবিন আলম, ইসরাত হক জেরিন, কারিব ইশতিয়াক, সাকিব সাদ সিদ্দিকী, মাইশা ইসলাম, আব্দুল মোহাইমেন জামিল ওয়াসী প্রমুখ। প্রফেসর ড. মোহাম্মদ আলফোরকান বলেন, জ্ঞানের চর্চা ও প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী সৃজনশীল কর্মে উৎসাহ দিতে চবি সায়েন্টিফিক সোসাইটি প্রয়াস চালিয়ে যাচ্ছে। প্রফেসর ড. লায়লা খালেদা বলেন, শিখন প্রক্রিয়াকে প্রতিফলিত করতে ও জ্ঞাননির্ভর বিশ্বের চ্যালেঞ্জে উন্নীত হতে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশে সিইউএসএসের মতো বিজ্ঞানভিত্তিক প্লাটফর্ম সহায়ক ভূমিকা রাখতে পারে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইন ও অধিকার সংস্থার আলোচনা সভা
পরবর্তী নিবন্ধউচ্চশিক্ষার কার্যক্রমকে আরও ডিজিটালাইজেশন করার পরামর্শ