চবি উপাচার্যের সাথে শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

| বৃহস্পতিবার , ২৬ মে, ২০২২ at ১১:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ গতকাল বুধবার উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সাথে উপাচার্যের অফিস কক্ষে সাক্ষাৎ করেন। এ সময় চবি উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলের নেতৃবৃন্দ হলেন চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সেলিনা আখতার, সহ-সভাপতি আবদুল হক, কোষাধ্যক্ষ মো. জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, যুগ্ম-সম্পাদক এস.এ.এম. জিয়াউল ইসলাম, সদস্য ড. নাজনীন নাহার ইসলাম, ড. শারমিন মুস্তারী, মুহাম্মদ শোয়াইব উদ্দিন হায়দার, ড. ফনী ভূষণ বিশ্বাস, সৈয়দা করিমুন্নেসা ও হোছাইন মোহাম্মদ ইউনুস সিরাজী।

শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের অধিকতর উন্নয়ন, শিক্ষক এবং শিক্ষা সংশ্লিষ্ট বিষয় নিয়ে উপাচার্যের সাথে আলোচনা করেন। উপাচার্য শিক্ষক সমিতির নেতৃবৃন্দের বিভিন্ন দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে যথাসময়ে সমাধানের আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধক্লাব অব কলেজিয়েটস ৮৬-র মাসিক সভা
পরবর্তী নিবন্ধনজরুল অগ্রসর চিন্তা-চেতনার প্রতীক : চুয়েট ভিসি