চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু আজ

অংশগ্রহণ করবে ২৫ বিশ্ববিদ্যালয়ের ৮৪ বিতার্কিক

চবি প্রতিনিধি | শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৬:১৫ পূর্বাহ্ণ

সফলতার ২৫ বছর পূর্ণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রজতজয়ন্তী উদযাপন করবে সংগঠনটি। তারই অংশ হিসেবে আজ থেকে আয়োজন হচ্ছে ডিএনসি সিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। গতকাল বৃহস্পতিবার সকালে চবি সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান সংগঠনটি। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সিইউডিএসের সভাপতি আব্দুল্লাহ আল আসাদ।
লিখিত বক্তব্যে বলা হয়, বিতর্কের প্রথম পর্ব শুক্রবার চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। শনিবার দ্বিতীয় পর্বে বিতর্কের চূড়ান্ত পর্ব, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান আয়োজিত হবে শহরস্থ চবি চারুকলা ইনস্টিটিউটে। এতে অংশ নেবে দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের ২৮ বিতর্ক সংগঠনের ৮৪ জন বিতার্কিক। বিচারক হিসেবে থাকবেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সুপরিচিত বিতার্কিকগণ। আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি থাকবেন চবি উপাচার্য প্রফেসর শিরীণ আখতার, গেস্ট অব অনার থাকবেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের মহাপরিদর্শক মো. আনোয়ার হোসাইন। এতে সভাপতিত্ব করবেন চবি আইন অনুষদের ডিন ও সিইউডিএসের মডারেটর প্রফেসর এবিএম আবু নোমান।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ১০ দিনব্যাপী লালন উৎসব শুরু
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় খোলা জায়গায় ভূমি অফিস