চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ

| বৃহস্পতিবার , ২৬ মে, ২০২২ at ৬:১৬ পূর্বাহ্ণ

নগরীর দেওয়ানহাট ব্রিজের নিচ দিয়ে যে রাস্তাটা গিয়েছে সেখানে অনবরত ময়লা ফেলে এলাকার পরিবেশ প্রচণ্ডভাবে দূষিত করে ফেলা হয়েছে, এবং রাস্তাটি যানচলাচলেও ব্যঘাত ঘটছে, এলাকার মানুষজন বার বার অভিযোগ দেওয়ার পরেও এই ময়লার ভাগাড়টি সরিয়ে নেওয়া হচ্ছে না, বরং এখানে আরও বেশি ময়লা ফেলে রাস্তার একটা অংশ ভরাট হয়ে যানচলাচলে সমস্যা তৈরি হচ্ছে, যাত্রীবাহী গাড়ীগুলো চলাচলে সমস্যা হচ্ছে, যারা ওই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করেন তাদের জন্য এই রাস্তাটি এখন একটি চলাচল অযোগ্য হয়ে যাচ্ছে।

রাস্তায় এই ভাবে খোলামেলাভাবে ময়লা ফেলে পরিবেশ দূষিত করার কারণে জন স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাবের আশংকা দেখা দিয়েছে, তাই সিটি কর্পোরেশনকে অনুরোধ অতিদ্রুত এই ময়লার ভাগাড়টি সরিয়ে নিন, জনগণকে মুক্তি দিন।

মোঃ আশিকুর রহমান
দেওয়ান হাট, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধশচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় : কবি ও নাট্যকার
পরবর্তী নিবন্ধবাঁশ আর বাঁশি