চট্টগ্রাম সমিতি-ঢাকার শিক্ষাবৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| রবিবার , ১৮ জুন, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সমিতিঢাকার উদ্যোগে তোপখানা রোডস্থ মিলনায়তনে শিক্ষাবৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আ.লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি এ এম মনসুরুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন হিরো। সভাপতি জয়নুল আবেদীন জামালের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির শিক্ষা ও পাঠাগার সম্পাদক রাহুল বড়ুয়া। অনুষ্ঠানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল ১৯ জন ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তি প্রদান ও সমিতির জীবনসদস্যদের ছেলেমেয়েদের ২০২২ সালের এসএসসি ও এইচএসসি জিপিএ৫ প্রাপ্ত সর্বমোট ৮৬ জনকে সংবর্ধনা দেয়া হয়। বৃত্তিপ্রাপ্তদের প্রথম বছরের বৃত্তির চেক হস্তান্তর করা হয় ও সংবর্ধিতদের ক্রেস্ট ও প্রাইজবন্ড দেয়া হয়।

এতে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মেসবাহ উদ্দীন জঙ্গী চৌধুরী, সদস্য মো. মোজাম্মেল হক চৌধুরী, উপদেষ্টা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল ড. মোহাম্মদ রেজাউল কবির, এম এ মালেক. ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম চৌধুরী, মো. মহিউল ইসলাম মহিম, ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক, আলহাজ মো. খোরশেদুল আলম, মো. আবদুল মাবুদ, মোহাম্মদ নাছির, মাহমুদ সালাহউদ্দীন চৌধুরী, মো. গিয়াস উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট আনিচ উল মাওয়া, মোস্তফা ইকবাল চৌধুরী, ইঞ্জিনিয়ার জাহিদ আবছার চৌধুরী, সৈয়দ আলম, মোহাম্মদ তৌহিদুর রহমান, মোহাম্মদ মনসুর আলী চৌধুরী, মহিউদ্দিন আহমদ চৌধুরী, ডা. রেহেনা আক্তার, মো. গিয়াস উদ্দীন খান, শফিকুর রহমান শফিক, মো. গিয়াস উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নিরলস কাজ করছে
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই